ভারতের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ নবজাতকের মৃত্যু

ঝাঁসিতে মহারাণী লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ
ঝাঁসিতে মহারাণী লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ  © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে মহারাণী লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে শুক্রবার (১৬ নভেম্বর) রাতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। আরও ১৬টি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার সময় শিশু বিভাগে ভর্তি ছিল ৫৪টি নবজাতক। তাদের বয়স এক দিন থেকে এক মাসের মধ্যে।

আগুনের সূত্রপাত হয় শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ, যেখানে রাতের বেলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঝাঁসির জেলা প্রশাসক অবিনাশ কুমার নিশ্চিত করেছেন যে, এই মর্মান্তিক ঘটনায় ১০টি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থলে পৌঁছান। তিনি ঘটনাস্থলে এসে বলেন, ‘পরিবার ও স্বজনদের সঙ্গে নিয়ে আমরা নিহত শিশুদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। উচ্চস্তরের তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ পৃথকভাবে তদন্ত পরিচালনা করছে, পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ে আরো একটি তদন্ত হবে।’

ফায়ার সার্ভিস সূত্র বলছে, প্রাথমিক অনুমানে শর্ট সার্কিট হলেও বিস্তারিত কারণ জানতে তদন্ত করা হবে। এর জন্য সরকারি কমিটি গঠন করা হয়েছে।  

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে একটি বার্তায় জানানো হয়েছে যে, প্রত্যেক নিহত শিশুর পরিবারের জন্য পাঁচ লক্ষ ভারতীয় টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া গুরুতর আহতদের জন্য ৫০ হাজার ভারতীয় টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ