যুক্তরাষ্ট্রের সেরা যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী বানাল চীন

১৩ নভেম্বর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
চীনের জে-৩৫ যুদ্ধবিমান

চীনের জে-৩৫ যুদ্ধবিমান © সংগৃহীত

চীন তৈরি করল পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে–৩৫, যা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে এ যুদ্ধবিমান প্রথমবারের মতো হাজির করা হয়। চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল চীনের গুয়াংডং প্রদেশে পঞ্চদশ চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল জে-৩৫। চীনের এই প্রদর্শনী চলবে  আগামী রোববার পর্যন্ত।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বা গণমুক্তি ফৌজের বিমানবাহিনী গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই যুদ্ধবিমানটির অনন্য কিছু ফিচার আছে। পিএলএ—এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন যুদ্ধবিমানের নকশা অনুকরণ করে চীন অনেক আগে থেকেই। চীনের নতুন যুদ্ধবিমান জে–৩৫ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ–৩৫–এর মতোই। পার্থক্য শুধু, জে–৩৫–এ দুটি ইঞ্জিন আছে এবং এফ–৩৫–এ আছে একটি ইঞ্জিন।

এর আগেও চীন মার্কিন এফ-২২ র‍্যাপটরের নকশা অনুকরণ করে তৈরি করেছিল জে-২০। তফাত শুধু জে-২০–এর সামনের দিকে একটি তীক্ষ্ণ বাড়তি অংশ আছে, যা এফ-২২ তে নেই। এছাড়াও মার্কিন এফ-১৬ এর সাথে সাদৃশ্য রেখে চীন তৈরি করেছিল চেংডু জে-১০, যা ‘ভিগোরাস ড্রাগন’ নামেও পরিচিত। 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬