যুক্তরাষ্ট্রের গবেষণাকেন্দ্র থেকে পালাল ৪৩ বানর, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের গবেষণাকেন্দ্র থেকে পালাল ৪৩ বানর, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের গবেষণাকেন্দ্র থেকে পালাল ৪৩ বানর, সতর্কতা জারি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি গবেষণা কেন্দ্র থেকে ৪০টিরও বেশি বানর পালিয়ে গেছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করার জন্য সতর্ক করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) পোস্ট করা এক আপডেটে ইয়েমাসি পুলিশ বিভাগ এক বিবৃতিতে  এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বিউফোর্ট কাউন্টির আলফা জেনেসিস ফ্যাসিলিটি থেকে বানরগুলো পালিয়ে গেছে। পলাতক বানরদের সনাক্ত করতে ফাঁদ স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে এদের খুঁজে পেতে থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এদের বয়স কম হওয়ায় এখনো গবেষণার কাজে জন্য ব্যবহার করা হয়নি বলেও জানা তারা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাতিল হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব

পুলিশ স্থানীয় বাসিন্দাদের বলেছে, ‘দয়া করে কোন পরিস্থিতিতেই এই প্রাণীদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না।’ বাসিন্দাদের তাদের দরজা ও জানালা নিরাপদে বন্ধ রাখতে এবং হটলাইনে ডায়াল করে তাত্ক্ষণিকভাবে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

আলফা জেনেসিসের সিইও গ্রেগ ওয়েস্টারগার্ড সিবিএস নিউজকে বলেছেন, একজন তত্ত্বাবধায়ক একটি ঘেরের দরজা সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ার পর বানরগুলো অবাধে পালিয়ে যায়।


সর্বশেষ সংবাদ