ট্রাম্পকে অভিনন্দন জানাবেন কি পুতিন?

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে প্রয়োজনীয় ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। 

তবে মার্কিন প্রেসিডেন্টকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানাবেন কি না, এ বিষয়ে অবগত নন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার (৬ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে রুশ মুখপাত্র বলেন, ভুলে গেলে চলবে না, আমরা এমন একটি দেশের কথা বলছি, যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। যদিও ক্রেমলিন আলোচনা চায়। দেখি, জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে এলে কী হয়। এরপর কী হবে তা নির্ভর করছে পরবর্তী মার্কিন নেতৃত্বের ওপর।

দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছে। অপরদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আরও দেড় মাস হোয়াইট হাউসে থাকবেন। অতএব আমরা সব কিছু বিশ্লেষণ করছি। নির্দিষ্ট আলোচনা ও কাজের ভিত্তিতে সিদ্ধান্তে আসব।


সর্বশেষ সংবাদ