শেষ মুহূর্তে যে সুখবর পেলেন কমলা হ্যারিস

০৪ নভেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস © সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনী উত্তাপে কাঁপছে যুক্তরাষ্ট্র। চলছে নানা হিসাব নিকাশ। স্মরণকালের মধ্যে এবার দেশটিতে নির্বাচনে প্রতিদন্দ্বিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সারাবিশ্বও তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ভোটের দিকে। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রবল চাপের মধ্যে পড়েছেন। তবে একদম শেষ প্রান্তে এসে অপ্রত্যাশিতভাবে সুখবর পেলেন তিনি। 

রিপাবলিকান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত আইওয়ায় নতুন এক জনমত জরিপে ডনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ২০১৬ ও ২০২০ এর প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ট্রাম্প।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৩০ বছর ধরে আইওয়াকে রণক্ষেত্র রাজ্য হিসেবে বিবেচনা করা হয় না। গত দুটি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখানে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। সাধারণত এ রাজ্যে ভোটের প্রাক্কালে চূড়ান্ত জরিপ প্রকাশ করে ডেস মইনেস রেজিস্টার নামে একটি সংবাদপত্র। তাদের পক্ষে জরিপটি পরিচালনা করে থাকে খ্যাতিমান সংস্থা সেলজার। এ সংস্থাটি ফলাফলের পূর্বাভাস দেওয়ার অনন্য ক্ষমতার জন্য ব্যাপকভাবে প্রত্যাশিত। এবার এ রাজ্যের বেশির ভাগ মানুষই তা উপেক্ষা করেছেন। সবাই ধরে নিয়েছিলেন, এ রাজ্যে ট্রাম্পই বিজয়ী হবেন। 

তবে সেলজারের নতুন জরিপে দেখা যাচ্ছে,  ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পকে নিরাপদ ব্যবধানে পেছনে ফেলেছেন। কমলার ৪৭ শতাংশ সমর্থনের বিপরীতে ট্রাম্পকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৪৪ শতাংশ নাগরিক। শনিবার রাতে রেজিস্টারের ওয়েবসাইটে ফলাফল পোস্ট করার সঙ্গে সঙ্গেই চারদিকে হইচই পড়ে যায়। 

মিডওয়েস্টার্ন রাজ্য আইওয়া এবারের নির্বাচনের সাতটি যুদ্ধক্ষেত্র রাজ্যের মধ্যে একটি নয়। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ এবং জরিপকারীরা যেকোনো একক জরিপে খুব বেশি আস্থা রাখার বিষয়ে খুব সতর্ক। তবে সেলজার আইওয়াতে ব্যাপকভাবে সমাদৃত জরিপ সংস্থা। 

জরিপে দেখা গেছে, দেরিতে হলেও নারীরা এ রাজ্যে কমলার দিকে ঝুঁকছেন। এটা বেশ তাৎপর্যপূর্ণ। কমলার প্রতি নারীদের এই উচ্ছ্বাস সারাদেশের জন্য ইঙ্গিতবাহী হতে পারে। 

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ডেমোক্র্যাটরা এ জরিপ নিয়ে যাতে বেশি মাতামাতি না করেন। কারণ, শনিবার আইওয়াতে আরেকটি জরিপের ফল প্রকাশিত হয়, তাতে ট্রাম্প এখনও এগিয়ে রয়েছেন। এমারসনের সেই জরিপে দেখা যায়, কমলার তুলনায় এ রাজ্যে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬