কমলার পক্ষে দাঁড়ালেন জেনিফার লোপেজ, যা বললেন এই অভিনেত্রী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ PM
দিন চার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণা চলছে জোরেসোরে। প্রার্থীরা ভীষণ ব্যস্ত, ভোটারদেরও ব্যস্ততার কমতি নেই। নির্বাচনের শেষ দিকে এসে প্রচারণায় নামছেন তারকারা। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণায় অংশ নেন জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে কমলার সমাবেশে বক্তব্য রাখেন এই অভিনেত্রী।
আমেরিকানদের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্ববান জানিয়ে জেনিফার লোপেজ বলেন, ‘আমি নারীর শক্তিতে বিশ্বাস করি। এই নির্বাচনে (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন) পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা নারীদের আছে।’ তিনি প্রায় ১৩ মিনিট বক্তব্য রাখেন।
লোপেজ তার ক্যারিয়ারে অনেক মঞ্চেই পারফর্ম করেছেন। তবে এই সমাবেশ-মঞ্চকে তার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ’ বলে অভিহিত করেন। বক্তব্যের শুরুতেই তিনি এ কথা বলেন।
নেভাদা অঙ্গরাজ্যে ল্যাটিনোদের বাস বেশি। তাদের উদ্দেশ্য করে সমাবেশে তিনি ল্যাটিনোদের শক্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমি ল্যাটিনোদের শক্তিতে বিশ্বাস করি।’
উল্লেখ্য ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নেভাদায় ভোটারদের মধ্যে হিস্পানিকদের অংশভাগ গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নেভাদাকে একটি গুরুত্বপূর্ন অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। হিস্পানিকরা আমেরকিার মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করেন। এ কারণে ভোট টানতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে অংশ নেন জেনিফার লোপেজ।