শিক্ষার্থীদের মৃত্যু ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ

০২ আগস্ট ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

দেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। সেই সাথে প্রবাসীদেরকে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন। 

টিবিএন২৪ চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩১ জুলাই) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন বাংলাদেশি-আমেরিকানরা। 

হাতে পোস্টার, ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন। এ সময় ‘গণতন্ত্র চাই’ বলেও স্লোগান দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানান। এক নারী বিক্ষোভকারী বলেন, এতগুলো শিক্ষার্থীকে মেরে ফেলা হলো, এখন সেটিকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আরেক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এত বড় হত্যাকাণ্ড হয়নি।

তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!