গাজায় ইসরায়েলি সেনার আত্মহত্যা

গাজায় ইসরায়েলি সেনার আত্মহত্যা
গাজায় ইসরায়েলি সেনার আত্মহত্যা  © সংগৃহীত

গাজা উপত্যকায় সামরিক চাকরিতে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পর এক ইসরায়েলি রিজার্ভ সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে ওই সেনা ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ রোগে আক্রান্ত ছিল দাবি করে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন প্রকাশ করেছে। তার পরিবার গতকাল রবিবার বলেছে, যুদ্ধে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পরেই নিজের জীবন নিয়েছেন তিনি। নিহত এই আত্মহত্যাকারী সেনার নাম এলিরান মিজরাহি।

গত বছরের ৭ অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর রিজার্ভ এই সেনা সদস্যকে ডাকা হয়েছিল। ইসরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে হামাসের আমলায় নিহতদের মৃতদেহ উদ্ধার করার দায়িত্বে ছিলেন তিনি। এরপর তাকে গাজায় পাঠানো হয় তাকে।

যুদ্ধে গত এপ্রিলে আহত হওয়ার আগ পর্যন্ত তিনি কম্ব্যাট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ইসরায়েলে ফিরে আসেন। গত শুক্রবার তাকে গাজার রাফায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। স্ত্রী ও তার চার ছেলে-মেয়ে রয়েছে মিজরাহির।

মিজরাহির মা জেনি কানকে জানান, গত সাত মাসে গাজায় এই ইসরায়েলি সেনা দুইবার আহত হন। কিন্তু প্রথমবার আহত হওয়ার পর তিনি গাজা থেকে ফিরতে চাননি। তিনি তখন বলেছিলেন, দেশে রক্ষায় কাজ চালিয়ে যাবেন।

এলিরানের বোন হিলা মিজরাহি বলেছেন, তিনি গাজায় নরকের মধ্য দিয়ে গেছেন এবং যুদ্ধ নিয়ে তার অনেক অভিজ্ঞতা তিনি আলোচনা করতে চাইতেন না। গাজায় দায়িত্ব পালনের সময় এলিরান শারীরিক ও মানসিকভাবে আহত হয়েছিলেন। একজন ডাক্তার তাকে বলেছিলেন যে তিনি আরা যুদ্ধে ফিরে যেতে পারবেন না।

তবে বর্তমানে এলিরান মিজরাহির পরিবার তাকে ইসরায়েলের সামরিক কবরস্থানে সমাহিত করাতে চায়। কিন্তু ইসরায়েলি সেনারা সেটা অনুমোদন করেনি। ইসরায়েলি সেনারা বলেছে, মারা যাওয়ার সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন না। [সূত্র : টাইমস অব ইসরায়েল]


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence