ঢাকা সফরে আসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

মোহাম্মদ বিন সালমান
মোহাম্মদ বিন সালমান  © সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন এ বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকা সফরে আসছেন। তিনি বলেন, 'সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি দেশটির প্রধানমন্ত্রীও। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এ বছরের দ্বিতীয়ার্ধে তার এ সফর হওয়ার কথা রয়েছে।'

সোমবার (১১ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ১ মার্চ থেকে তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে টানা সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। 

পররাষ্ট্রমন্ত্রী আর বলেন, ‘চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলসহ নানা জায়গায় বিনিয়োগ করছে সৌদিরা। তাই সৌদির সঙ্গে শুধু রেমিট্যান্স নয় বিনিয়োগের সম্পর্কও স্থাপন হয়েছে। দেশটিতে হজ, ওমরাহ ও ভ্রমণে ছোটখাটো কিছু জটিলতা যা আছে, তা দূর করতে ব্যবস্থা নেবে সৌদি কর্তৃপক্ষ।’

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ওআইসির মহাসচিবকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি সফরে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সামনে বলেছি, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আর স্বাধীন ফিলিস্তিনে রাষ্ট্র ঘোষণায় সৌদিসহ মুসলিম বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সৌদি আরবের জেদ্দায় ৫ মার্চ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও ইসরায়েলকে বয়কট করার প্রস্তাব অত্যন্ত প্রশংসিত হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সাথে পূর্বের শুধু জনশক্তি রপ্তানির সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কে রূপ দিয়েছে এবং সৌদিতে ১০ বিলিয়নসহ পুরো গালফ দেশগুলোতে ৫০ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে।’ 

গত বছর বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুহাইলান ঘোষণা দিয়েছিলেন, মোহাম্মদ বিন সালমান ২০২৪ সালে বাংলাদেশ সফর করবেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায় দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ ঘোষণা দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence