বিলাসবহুল গাড়ি থেকে টাকা ছিটানোর ভিডিও ভাইরাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
দ্রুত গতিতে ছুটে আসা বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ির জানালা দিয়ে ভেতরে থাকা আরোহীরা ছিটাচ্ছেন অর্থ। এই দৃশ্য পেছনে থাকা অন্য একটি গাড়ি থেকে ভিডিও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এমন একটি ভিডিও। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঘটেছে।
ভিডিওটি দেখে এ ঘটনায় পুলিশের কড়া পদক্ষেপ এবং গাড়ির মালিককে মোটা অঙ্কের জরিমানা করার দাবি জানায় নেটিজেনরা। এরই প্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি রাতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রদেশটির নয়ডা পুলিশ এ ঘটনায় বিপজ্জনক ড্রাইভিং, টিন্টেড গ্লাস এবং সিট বেল্ট ব্যবহার না করাসহ পাঁচটিরও বেশি আইন লঙ্ঘনের জন্য অভিযোগ এনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই গাড়ির আরোহীর বেপরোয়া এই আচরণের সমালোচনা করেছেন। পাশাপাশি তারা ট্রাফিক আইন অমান্য করা ও অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন