স্কুলের বাইরে তিন শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় সহিংসতা ছড়াল ডাবলিনে

২৪ নভেম্বর ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
বিক্ষোভের সময় ডাবলিনে গাড়ি ভাংচুর করা হয়

বিক্ষোভের সময় ডাবলিনে গাড়ি ভাংচুর করা হয় © বিবিসি

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে স্কুলের বাইরে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনার পর সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় শুরু হয় বিক্ষোভ।

বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলা দেড়টার দিকে একটি স্কুলের বাইরে কয়েকজন দুর্বৃত্ত শিশুদের ওপর হামলা চালায়। আইরিশ পুলিশ প্রধান ড্রিউ হ্যারিস এ জন্য অতি ডানপন্থী মতাদর্শের একটি গ্রুপকে দায়ী করেছেন। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য এ হামলা চালিয়েছে। 

আরো পড়ুন: সকাল থেকে শুরু হচ্ছে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি

হামলায় আহত তিন শিশুর মধ্যে ৫ বছর বয়সী একজনের অবস্থা গুরুতর বলেন পুলিশ জানিয়েছে। ৫ ও ৬ বছর বয়সী অপর দুই শিশুকেও চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অবস্থায় আরেক নারী চিকিৎসাধীন আছেন। 

সন্দেহভাজন এক হামলাকারীকেও হাসপাতালে নেওয়া হয়। তার বয়স ৫০ বছর হতে পারে বলে ধারণা। ঘটনার পর জাতীয়তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। তবে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে পুলিশ।  

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬