ওরা শুরু করেছে, আমরা শেষ করবো: নেতানিয়াহুর হুঙ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ০১:৫৮ PM
ইসরায়েল-ফিলিস্তিন রক্তক্ষয়ী যুদ্ধে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই আবহে ফিলিস্তিনের হয়ে অস্ত্র ধরা হামাস বাহিনীকে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১০ অক্টোবর) নেতানিয়াহু বলেছেন, ‘‘ওরা (হামাস) শুরু করেছে (যুদ্ধ), শেষ করব আমরা।’’ হামাসের হামলার পাল্টা জবাব দিতে ইতিমধ্যেই শুরু করেছে নেতানিয়াহুর দেশটি।
এর আগে গত শনিবার হামাসের আচমকা হামলার পর একে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা করেছিলেন নেতানিয়াহু। যার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দু’দেশ। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে সংঘাতের সুর আরও তীব্র করার বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু বলেছেন, ‘‘ইসরায়েলে যুদ্ধ চলছে। আমরা এই যুদ্ধ চাইনি। জোর করে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। যে হেতু ইসরায়েল এই যুদ্ধ শুরু করেনি, তাই তা শেষ করবে।’’
গেল শনিবার সকালে হামাস বাহিনীর অতর্কিতে হামলায় সে দেশের কমপক্ষে ২৩০০ জন জখম হয়েছেন। ৭০০ জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। হামাসকে এর মূল্য চোকাতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘‘আমাদের উপর হামলা চালানোর ফল টের পাবে হামাস। ওরা বিরাট ভুল করল। মূল্য দিতে হবে।’’ হামাসের হামলার মোকাবিলা করতে দেশের সেনাবাহিনীকে ছাড় দিয়েছে ইসরায়েল সরকার। তার পর থেকেই গাজায় নির্বিচারে বোমা ফেলছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। হামাসকে আইএস বলে দাবি করেছেন নেতানিয়াহু।