চীনের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নে বিজয়ী দুই বাংলাদেশী ছাত্র

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ও মোহাম্মদ আকবর হোসেন
মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ও মোহাম্মদ আকবর হোসেন  © সংগৃহীত

চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে প্রথম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ভাইস ডিন ইনা ওয়াং ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম চেয়ারপারসন হয়েছে। আর মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আকবর হোসেন স্বেচ্ছাসেবক বিভাগের মিনিস্টার নির্বাচিত হন।

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির তিন প্রতিযোগীকে হারিয়েছেন। তবে আকবর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন: বাংলাদেশি অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টিতে ৪০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন। বার্ষিক এ নির্বাচনটি দু’দফায় হয়। প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের যোগ্যতা যাচাই ও নির্বাচনী বক্তব্য উপস্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ