সেনাবাহিনীর ৮৬তম বিএমএ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো  © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর ৮৬তম বিএমএ স্পেশাল (এএমসি) কোর্সের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মেজর আল-মেহেদী মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, গত ১৫ আগস্ট শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬তম বিএমএ স্পেশাল (এএমসি) কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে নির্ধারিত তারিখে সকাল ৮টায় ডিজিএমএস অফিস (সিএমএইচ ঢাকা সংলগ্ন), ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও মার্কসীটের মূলকপি (এসএসসি, এইচএসসি, এমবিবিএস, ইন্টার্ণশীপ, বিএমডিসি এর রেজিষ্ট্রেশন কার্ড এবং এফসিপিএস পার্ট- ১-যদি থাকে), কল-আপ লেটার এর কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অন-লাইন জন্মসনদপত্রের সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে (এএফএমসি হতে পাসকৃত এএমসি এবং এএফএমসি ক্যাডেট ব্যতীত) সেনাবাহিনীতে কমিশনের জন্য আবেদনপত্র (বিএএফওয়াই-১৯৬৫, ব্যক্তিগত তথ্যাবলী এবং অফিসার ক্যাডেট প্রার্থীদের স্বাস্থ্য ইতিহাস সম্বলিত ফরম) ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা শেষে সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তরের প্রতিনিধির নিকট হতে সংগ্রহ করতে হবে।

 ৮৬তম বিএমএ লিখিত পরীক্ষার উত্তীর্ণদের তালিকা

প্রার্থীগণ কর্তৃক সংগ্রহকৃত ফরমসমূহ সঠিকভাবে পূরণ করতঃ নিম্নেবর্ণিত নথিপত্রাদিসহ সেনাসদর, ইন গেইটে রক্ষিত কমিশন্ড বক্সে জমা করতে হবে। সেগুলো হলো-

সেনাবাহিনীতে কমিশনের জন্য আবেদনপত্র (বিএএফওয়াই-১৯৬৫) এবং ব্যক্তিগত তথ্যাবলী ফরম; অফিসার ক্যাডেট প্রার্থীদের স্বাস্থ্য ইতিহাস ফরম; সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীটের সত্যায়িত ফটোকপি (এসএসসি, এইচএসসি এবং এমবিবিএস); ইন্টার্ণশীপ সনদপত্র এবং বিএমডিসি রেজিষ্ট্রেশন কার্ড এর সত্যায়িত ফটোকপি; নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ; অন-লাইন জন্মসনদপত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ০৫ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি (সত্যায়িত)।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার ফলাফল https://join.army.mil.bd-তে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!