সেই ওসি শাহজাহানকে অবসরে পাঠাল সরকার

মো. শাহজাহান
মো. শাহজাহান  © ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানকে (বিপি-৬৭৯১০৭৯২০৩) চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮ সালের ৫৭ নং আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তাবে তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

মো. শাহজাহান ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার কাতালিয়া এলাকায়। শাহজাহান বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফেনী জেলায় পরিদর্শক হিসেবে কর্মরত থাকলেও লোহাগাড়া ও সন্দ্বীপ থানার ওসি থাকায় সবার কাছে তিনি ওসি শাহজাহান নামেই পরিচিত। 

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় কোটি টাকা মূল্যের ছয়তলা বাড়ি। কক্সবাজার সদরে প্লটসহ কোটি টাকার জমি। রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী দুটি বাসও। ২০২২ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছিল।

২০১২ সালের ১২ জুন লোহাগাড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। সেখানেই ক্ষমতা অপব্যবহার, গ্রেপ্তার বাণিজ্য ও অনিয়মের আশ্রয় নিয়ে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এমন অভিযোগ মাথায় নিয়ে পরে তিনি বদলি হন সন্দ্বীপে। পরে সেখানেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে লোহাগাড়ার মো. হারুন নামে এক ব্যক্তির দুদকের প্রধান কার্যালয়ে করা অভিযোগের ভিত্তি ধরে তদন্ত শুরু করে দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-২।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence