নিয়োগের কাঁঠাল ছাত্রলীগের মাথায় ভেঙেছেন রাবির বিদায়ী উপাচার্য
- আশরাফুল আলম খোকন
- প্রকাশ: ০৮ মে ২০২১, ০৮:৫৩ AM , আপডেট: ০৮ মে ২০২১, ০৮:৫৩ AM
আগে সত্যটা জানতাম। সরকারের সঙ্গে কাজ করতাম। সেই তথ্য দিয়েই লিখতাম। কারো মতের সঙ্গে মিলতো, কারো সঙ্গে মিলতো না। মিলুক আর না মিলুক- সত্য সত্যই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্যের শেষ মুহূর্তের নিয়োগ নিয়ে একটা লেখা গতকাল দিয়েছি। আর তথ্যগুলো পেয়েছিলাম পত্রিকার সংবাদ পড়ে। সেই তথ্য দিয়ে লিখেছি। পরে বিস্তারিত খোঁজ নিয়ে দেখেছি তথ্যগত কিছু ভুল আছে।
নিয়োগকৃত ১৪১ জনের মধ্যে চারভাগের একভাগ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এরমধ্যে ৪/৫ জন খুবই নির্যাতিত। এটাও সত্য। কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কি ?
তবে ছাত্রলীগের মধ্যে যারা নিয়োগ পেয়েছেন এর মধ্যে ফার্স্ট ক্লাস পাওয়া শিক্ষার্থীও আছেন। শিক্ষক হবার যোগ্যতা রাখেন। সবাই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নেয়া। কিন্তু তাদের অধিকাংশই নিয়োগ পেয়েছেন তৃত্বীয় ও চতুর্থ শ্রেণীর পদে। যা তাদের জন্য খুবই লজ্জাজনক।
বিদায়ী উপাচার্য ১৪১ জনের নিয়োগের কাঁঠাল ছাত্রলীগের মাথার উপর ভেঙেছেন। আন্দোলনকারীরা উপাচার্যের সাথে সাথে ছাত্রলীগের উপরও দোষ চাপিয়েছেন। আর মিডিয়া সুযোগ পেয়ে ছাত্রলীগকে এক হাত নিয়েছেন।
একজন আবদুস সোবহান ও রাবির দুই মেয়াদের উপাচার্য
সব অপবাদ ছাত্রলীগের উপর দিয়ে গেলো। কিন্তু যা প্রতিষ্ঠিত হয়নি, তা হলো বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের স্ত্রী পুত্র স্বজনরাই বেশি চাকরি পেয়েছেন। সাংবাদিকও আছেন ৪/৫ জন।
আর ভাগ বাটোয়ারাতে বঞ্চিতরা ক্যাচাল লাগিয়ে দোষ ছাত্রলীগের উপর চাপিয়েছেন বিষয়টি আলোচিত করার জন্য। এইখানে নীতি নৈতিকতা ও সততার বালাই নেই। ভাগবাঁটোয়াতে বঞ্চিত বলেই তারা ক্ষুব্ধ।
(ফেসবুক থেকে নেওয়া)