বিশেষ গণবিজ্ঞপ্তি: এনটিআরসিএর সঙ্গে টেলিটকের সভা কাল

২১ অক্টোবর ২০২৫, ০৬:১৫ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য সংগ্রহ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ কার্যক্রম শুরু করতে টেলিটকের সঙ্গে সভায় বসতে যাচ্ছে এনটিআরসিএ। আগামীকাল বুধবার সংস্থাটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের দাবি অনুযায়ী আগামী ডিসেম্বর মাস পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য এনটিআরসিএ কাজ শুরু করেছে। আগামীকাল টেলিটকের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। সভায় শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা হবে।’

শূন্য পদের তথ্য সংগ্রহ করতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না। তবে আমরা প্রতিষ্ঠান প্রধানদের তাগাদা দেব। তারা ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্য পদের তথ্য হিসেব করে আমাদের পাঠাবেন। এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করব।’

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। যদিও বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা রয়েছে এক লাখের বেশি। 

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত  ৪১ হাজার ৬২৭ জনের মধ্যে প্রায় সাড়ে ৩৬ হাজার প্রার্থী যোগদান করেছেন। অর্থাৎ নিয়োগ সুপারিশ পেলেও এখনও ৫ হাজারের বেশি প্রার্থী যোগদান করেননি। এসব শূন্য পদে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ।

ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সেন্টমার্টিনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিদেশি স্কোয়াশ চাষে কৃষক সেলিমের সাফল্য
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে হোমিও ক্লিনিকের পরিচালক আটক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় ১০ দলীয় জোটের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠিত
  • ২৫ জানুয়ারি ২০২৬