এনটিআরসিএতে ফের আন্দোলনে চাকরিপ্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদে থাকা ভুল সংশোধনের দাবিতে আজ বুধবার (২ জুলাই) সকাল থেকে রাজধানীর ইস্কাটন রোডে এনটিআরসিএ কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শতাধিক ভুক্তভোগী প্রার্থী। তাদের অভিযোগ, নিবন্ধন সনদে নাম, জন্মতারিখ, রোল নম্বর কিংবা বিষয় সংক্রান্ত বিভিন্ন ভুল থাকার কারণে তারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না। অথচ সংশোধনের কোনো কার্যকর উদ্যোগ নেই।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই এনটিআরসিএ তাদের এই সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখছে না। আজ সকালে সেবা পাওয়ার আশায় ১৮তম নিবন্ধনে উত্তীর্ণরা এনটিআরসিএর কার্যালয়ে উপস্থিত হলেও সনদ সংশোধনের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রার্থীদের ভিড়ের কারণে এনটিআরসিএ ভবনের গেটে তালা লাগানো ছিল, ফলে সেবা নিতে আসাদের ভোগান্তি আরও বেড়ে যায়।
নাটোর থেকে আসা মিজান নামে ভুক্তভোগী প্রার্থী বলেন, আমার সনদে ভুল রয়েছে, বিষয়টি অবহিত করে সনদ সংশোধনের আবেদন করেছি, কারো কোনো উত্তর পাইনি। আজ এসে দেখি, গেটেই তালা। আমরা কোথায় যাবো?
আরেকজন ভুক্তভোগী জানান, নিবন্ধন সনদের ভুল সংশোধন না হলে আমরা সদ্য প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারব না। আগামী ১০ জুলাই আবেদনের শেষ দিন। অথচ এনটিআরসিএর পক্ষ থেকে কোনো হেল্পলাইনও চালু নেই।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য এনটিআরসিএর কার্যালয়ে গেলেও ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।