এনটিআরসিএ নিবন্ধনকৃত চাকরি প্রত্যাশীরা যেভাবে প্রতিষ্ঠানের তথ্য খুঁজবেন 

০৮ জুন ২০২৫, ০১:০৫ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৪ জুন ২০২৫ তারিখে চূড়ান্ত আরও একটি ফলাফল প্রকাশ করা হলো। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

১৮ তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। ১৫ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বমোট ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ পরীক্ষার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার ফলাফলের মাধ্যমে ভাইভা পরীক্ষার জন্য মনোনীত হন সর্বমোট ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী। অবশেষে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্ত ফলাফল ৪ জুন ২০২৫ তারিখ অপরাহ্ণে প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট থেকে আবেদন সম্পর্কিত সকল তথ্য পাবেন। প্রার্থীদের একটি আবেদনে ৪০টি প্রতিষ্ঠান চয়েজ দেয়ার সুযোগ দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি প্রক্রিয়া এখন পর্যন্ত কার্যকর নয়। যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন তাকে সেই প্রতিষ্ঠানেই চাকরি করতে হবে দীর্ঘদিন। তবে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুতই শুরু হতে পারে। তাই বেসরকারি শিক্ষক হতে আবেদন করার আগে প্রার্থীদের কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত।

প্রতিষ্ঠানের অবস্থা, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতা ও স্বচ্ছতা, নিয়োগ প্রাপ্ত বিষয়ের শূন্য পদ, শিক্ষকদের সংখ্যা ও শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারলে প্রার্থীর জন্য ভালো। বিশেষ করে শিক্ষার্থী সংখ্যার বিষয়ে খোঁজ নিতে হবে।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা যেভাবে দেখবেন-

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত এবং পরিচালিত কেন্দ্রীয় দপ্তর যা দেশের সকল পর্যায়ের সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে। প্রথমে www.banbeis.gov.bd ওয়েবসাইটে ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে Division, District, Upazilla, Institute Type, Management Type ও EIIN Number দিয়ে Find Institute অপশনে সার্চ করে view তে ক্লিক করলে প্রতিষ্ঠানের মৌলিক তথ্য, ঠিকানা, যোগাযোগের নম্বর ও শিক্ষার্থীদের সংখ্যাসহ সকল সাধারণ তথ্য পাওয়া যাবে।

প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের তথ্য পেতে www.emis.gov.bd ওয়েবসাইটের Portal অপশনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অঞ্চল, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, ব্যবস্থাপনা নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানে নাম নির্বাচন করে উক্ত বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীদের সঠিক সংখ্যা, যোগাযোগের জন্য ই-মেইল ঠিকানা ও শিক্ষকের বিষয়সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে। 

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের সকল পাবলিক পরীক্ষার ফলাফল জানার জন্য web based result অথবা https://eboardresults.com ওয়েবসাইটে গিয়ে Name of Examination, Year of Examination, Name of Board, Type of Result, EIIN Number of Institutions ও Security key দিয়ে view result অপশনে ক্লিক করতে হবে। 

 

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9