১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে 

এনটিআরসিএ
এনটিআরসিএ  © লোগো

এনটিআরসিএর ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।

May be an image of ticket stub and text

May be an image of ‎ticket stub and ‎text that says "‎গবিতাণ ৭। একটি ফাংশন নিস্পিখিতভাবে সং্জঞায়িত 了(水)=の工) x2 진 যখন নঘর যখন -1<x<0 0x<2 (ক) Ax) এর লেখচিত অহন করুন Ax) এর ডোমেন ও রেজ নির্ণ র্পয়করুন। Lim f(x) ×→0 মান কী বিদ্যমান? মান নির্শয় করুন (i) dx tanx ৯। de cosx م۳= 4ax এবং ح করুন। 4ay বক্ররেখা দুইটি बারা আবন্ধ ক্ষেত্রের ক্ষেতরফল নির্ণর ১০। ঘবিভাগ প্রকৃত অস্তরক সমীকরণ কি? (x3 3xy²) de + قى করুন। +8= 3x²y)dy অন্তরক সমীকরণটি সমাধান সমাধান করুন: (+)+(xー)は=0、 ১১। দেখানযে, 8 ব্যবধিতে cos2nt n=1 ১২। ল্যাপ্লাস রূপাস্তর পদ্ধতিতে সমাধান করুন y"+2y'+y=4sin/ 2y' sin शाूचका0)=-2,(0)=1. y'(0)=1. y0)=ー2, REDMI 13C 12/07/2024 12/07 11:29‎"‎‎গণিত

প্রথম দিনের স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৫১ হাজারের বেশি চাকরিপ্রার্থী।

May be an image of text

সামাজিক বিজ্ঞান

পরদিন শনিবার (১৩ জুলাই) একই সময়ে কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলেজ পর্যায়ের পরীক্ষায় প্রার্থীর সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন।

May be an image of ticket stub and text

May be an image of ‎ticket stub and ‎text that says "‎নম্বর ៤ শুদ্ধ বানান লিখুন: সম্ব্ধনা, গভ্নর, শান্তনা, ইতিমধ্যে, এতদ্বারা। (ل) 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণহ লিখুন ما তাপপ্রবাহ বৃদ্ধির কারণ উল্লেখ করে পত্রিকার প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করুন। كا٢ নিচের শব্দগুলোর বাংলা পরিভাষা লিখুন: Copyright, Catalogue, Fiction, Mobile, Subsidy ১২। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন: (ক) নারীশিক্ষা জাতীয় উন্নয়ন; (খ) বৈশ্বিক উষ্ণতা; (গ) স্মার্ট বাংলাদেশ; (ঘ) শিষ্টাচার; () রলূপসী বাংলা I‎"‎‎

বাংলা

 

May be an image of blueprint, ticket stub and text

 

May be an image of ticket stub and text

 

May be an image of ticket stub and text

May be an image of ‎ticket stub and ‎text that says "‎ex2=J0 ফিবৃথ) উসুলুল (আল-ফি্কুহ الفقه وأصول الفقه (s) মান-১০ to أجب عن النين من الأسلة التالية: ((الفی) ما معنى الطُهارة لفة وأصطلاحا؟ فرائض الوضوع کم هى وما هی؟ بين -بالخُدُوده 3 بين اقسامه موضحا عرف الصوم لقة وشر ف)‎"‎‎

সহকারী মৌলভী

 

May be an image of ticket stub and text

জীববিজ্ঞান

May be an image of text that says "২৭০ বিষয় চাবু কারুকলা পলের (চাবু ভ্রটব্য ভান পাশে উপ্পিথিত পূর্মান করুন। এর কোলে শিশু বিষয় করে একটি রেখাচিত্র (মাথ্যম কলম, পেলি্ল, পরিমাপ: ৬"*৬") ফুল, লতা-পাতা পাখির সমসবয়ে একটি প্রাকৃতিক নকশা অঙন করে সাদা-কালো করুন (মাধ্যাম কলম, পেলিল, পরিমাপ ৬"*৬") চারটি প্রশ্নসহ রেনেসা কি? ইউরোপীয় রেনেসা'র কারণসমূহ সম্পর্কে বিন্তারিত ভাঙ্কর হেনরী মুর-এর ভাঙ্কর্য নিয়ে একটি তথ্য-সমৃদ্ধ মহেজোদারো সভ্যতায় নগর পরিকল্পা শিল্লকলা লোকশিল্প কি? বাংলাদেশের লোকশিল্পের প্রসার বিষয় করে একটি নিবন্ধ রচনা করুন। শিল্লাচার্য জয়নুল আবেদিনের জীবন, করুন। প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে নিমোোক্ত যে কোনো চারটি বিষয়ে পরিপ্রেক্ষিত প্রচ্ছদ শিল্প মনপুরা' ইস্রেশনিজম সিস্টাইন চ্যাপেল ইন্গটলেশন আট উয়ারী বটেশ্বর Oitel VISION"

চারু ও কারুকলা

May be an image of ticket stub and text

 

May be an image of ticket stub and text

রসায়ন

May be an image of ticket stub and text

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ চাকরিপ্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন।

 

সর্বশেষ সংবাদ