৫ম গণবিজ্ঞপ্তি 

১৭তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ

০৯ এপ্রিল ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ বয়স ৩৫ বছর অতিক্রম করা প্রার্থীদের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে।

সোমবার হাইকোর্টের বিচার বিচারপতি মোঃ খসরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ার-এর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক। তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট মোঃ শাহীনুজ্জামান এবং অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ বলেন, এনটিআরসিএ কর্তৃক সদ্য প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ উত্তীর্ণ বয়স ৩৫+ চাকরিপ্রার্থীদের ৫ম চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন এর সুযোগ দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের  হাইকোর্ট ডিভিশনের  দ্বৈত বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, শিক্ষক নিবন্ধন নীতিমালায় সনদের মেয়াদ তিন বছর। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এ নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৭০০ এর অধিক প্রার্থী আবেদনের সুযোগ হারাতে বসেছিলেন। তবে আদালতের নির্দেশনা আসায় এখন তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে করোনাভাইরাস সহ নানা কারণে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে অনেক সময় লেগে যায়। প্রিলি, লিখি ও মৌখিক পরীক্ষা শেষ করে ২০২৩ সালের শেষ দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায়। এতে অনেকেরই এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম হয়ে যায়।

 
কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান
  • ২২ জানুয়ারি ২০২৬
২১ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান, কেক খাওয়ালেন স্ত্রী জুব…
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ
  • ২২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন
  • ২২ জানুয়ারি ২০২৬