১৭তম নিবন্ধনের মেধাতালিকা নিয়ে যা জানা গেল

১৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএর লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও এনটিআরসিএর লোগো © ফাইল ছবি

‘১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে নতুন করে জাতীয় মেধাতালিকা তৈরির কাজ চলছে। টেলিটকের কাছে উত্তীর্ণদের তথ্য পাঠানো হয়েছে। আশা করছি চলতি মাসে প্রার্থীরা জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত হবেন।’

বুধবার (১৭ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

এনটিআরসিএ সচিব জানান, ‘আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদ এবং জাতীয় মেধাতালিকার কাজ একসঙ্গে করা হত। তবে এবার আগে জাতীয় মেধাতালিকা প্রণয়ন করা হবে। এরপর প্রার্থীদের সনদ দেওয়ার কাজ শুরু হবে। আমরা টেলিটককে সেভাবেই নির্দেশনা দিয়েছি।’

শোনা যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি ১৭তম নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। এর কোনো সত্যতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান আরও বলেন, ‘কবে জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আশা করা যায় চলতি মাসে মেধাতালিকা প্রকাশ করা হবে।’

তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। 

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বল…
  • ২২ জানুয়ারি ২০২৬