ভোগান্তি কমাতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরিবর্তন আসছে

পরীক্ষার্থী ও এনটিআরসিএ লোগো
পরীক্ষার্থী ও এনটিআরসিএ লোগো  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে একাধিক বিষয়ে পৃথক পৃথক মেধাতালিকা না দিয়ে কয়েকটি বিষয়ের সমন্বয় করে একটি পদের বিপরীতে সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

পদার্থবিজ্ঞান ও রসায়ন, প্রাণিবিদ্যা বা উদ্ভিদবিদ্যা, অর্থনীতি, ভূগোল, সামাজিক বিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস অর্থনীতি এবং পরিবেশ বিজ্ঞান বিষয়গুলোর ক্ষেত্রে পৃথক পৃথক মেধাতালিকা না দিয়ে একটি মেধাতালিকা দেওয়া হবে। এর ফলে পদার্থবিজ্ঞান ও রসায়নের জন্য পৃথক মেধাতালিকা না দিয়ে সমন্বিতভাবে একটি মেধাতালিকা দেওয়া হবে। সেই মেধাতালিকা অনুযায়ী চাকরির সুপারিশ পাবেন নিবন্ধনধারীরা।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে মেধাতালিকায় এগিয়ে থেকেও অনেকে সুপারিশ পাননি বলে অভিযোগ জানিয়েছেন। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নিবন্ধন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনতে বলা হয়েছে। বিষয়ের বিপরীতে প্রার্থীদের নিবন্ধিত না করে পদের বিপরীতে নিবন্ধিত করতে বলা হয়েছে। এজন্য সিলেবাস ঢেলে সাজানো হচ্ছে।

আরও পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান 

ওই সূত্র আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর ভৌতবিজ্ঞান বিষয়ে পদার্থবিজ্ঞান ও রসায়নের পৃথক নিবন্ধন না দিয়ে ভৌতবিজ্ঞান বিষয়ে সনদ দেওয়া হবে। একইভাবে জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রেও প্রাণিবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ের আলাদা আলাদা নিবন্ধন সনদ না দিয়ে জীববিজ্ঞান বিষয়ের সনদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞানসহ কয়েকটি শিক্ষক পদে কয়েকটি বিষয়ের প্রার্থীরা অংশ নিতে পারেন। এটি এক করে কোনো বিষয়ের জন্য নয়, বরং জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদের বিপরীতে প্রার্থীদের নিবন্ধিত করা হবে। এতে বিভ্রান্তি কাটবে। এ ক্ষেত্রে ভৌতবিজ্ঞান বিষয়ের শিক্ষক হওয়ার নিবন্ধন পরীক্ষায় পদার্থ ও রসায়ন দুই বিষয় থেকেই প্রশ্ন আসবে। এতে মানসম্মত ও সব দিকে ধারণা থাকা প্রার্থীরা নিবন্ধিত হতে পারবেন। 

আরও পড়ুন: ১৮তম নিবন্ধনের প্রিলি কবে— যা বললেন চেয়ারম্যান

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়ভিত্তিক যে সিলেবাসগুলো ছিলো সেগুলোকে পদভিত্তিক করে পরিমার্জন করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে একই বিষয়ের জন্য পৃথক পৃথক নিবন্ধন সনদ না দিয়ে নির্দিষ্ট একটি বিষয়ের বিপরীতে নিবন্ধন সনদ দেওয়া হবে। ফলে কেউ আর অভিযোগ করতে পারবে না যে মেধাতালিকায় এগিয়ে থেকেও তিনি সুপারিশ পাননি।’

তিনি আরও বলেন, উদ্ভিদবিদ্যা বিষয়ের মেধাতালিকায় ২০তম অবস্থানে থাকা প্রার্থী ও প্রাণীবিদ্যা বিষয়ের মেধাতালিকায় ৩৫তম অবস্থানে থাকা প্রার্থী একটি জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদের জন্য আবেদনের সুযোগ পান। তবে ফল বিশ্লেষণে দেখা যায় রসায়নের মেধাতালিকায় ৩৫তম অবস্থানে থাকা প্রার্থী উদ্ভিদবিদ্যার ২০তম অবস্থানে থাকা প্রার্থীর থেকে বেশি নম্বর পেয়েছেন। সেজন্য তাকে সুপারিশ করা হয়। তবে যিনি ২০তম অবস্থানে ছিলেন তিনি গিয়ে আদালতে রিট করেন। নতুন পদ্ধতি বাস্তবায়ন হলে এই সমস্যা আর থাকবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence