সেসিপ গণবিজ্ঞপ্তি: সুপারিশপ্রাপ্তদের সনদ চাইল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটো

সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩-এর আওতায় বিভিন্ন ট্রেডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা দিতে বলা হয়েছে। প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে সনদ জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক গত ১১ জুন প্রকাশিত সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩-এর আওতায় যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার মূল সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, মূল মার্কশীট এবং NID এর মূলকপি (সকল কাগজপত্রের ০১ সেট ফটোকপিসহ) যাচাইয়ের লক্ষ্যে আবশ্যিকভাবে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সরাসরি এনটিআরসিএ এর কার্যালয়ে সংশ্লিষ্ট যাচাইকমিটির সম্মুখে শারীরিকভাবে উপস্থিত থেকে উপস্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, নির্ধারিত তারিখে উপর্যুক্ত সনদসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence