ইনডেক্স ডিলেট করে আবেদনের সুযোগ নিয়ে যা বলছে এনটিআরসিএ

২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী বৃহস্পতিবার থেকে আবেদনগ্রহণ শুরু হবে। তবে আবেদনের সুযোগ পাবেন না ইনডেক্সধারী শিক্ষকরা।

এনটিআরসিএ’র কর্মকর্তা বলছেন, বেকারমুক্ত করার প্রত্যয় নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেজন্য ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। তবে কলেজে ইনডেক্সপ্রাপ্তরা স্কুলে আবেদন করতে পারবেন। একইভাবে স্কুলে ইনডেক্সপ্রাপ্ত শিক্ষকরা কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন ঠেকাতে তিনটি অধিদপ্তর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা সংগ্রহ করেছে এনটিআরসিএ। কোনো শিক্ষক ইনডেক্স গোপন রেখে আবেদন করলেও এনটিআরসিএ’র সফটওয়্যার সেটি শনাক্ত করে নেবে। পরবর্তীতে ওই প্রার্থীর আবেদন বাতিল হয়ে যাবে। তবে কোনো শিক্ষক যদি তার ইনডেক্স পুরোপুরি ডিলেট করতে পারেন তাহলে তার আবেদন করতে কোনো সমস্যা হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র নিয়োগ শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইনডেক্স ডিলেট করে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে। তবে আবেদন করার পূর্বে তার ইনডেক্স ডিলেট হয়েছে কিনা সেটি শতভাগ নিশ্চিত হতে হবে।

ওই কর্মকর্তা আরও জানান, আমাদের জানা মতে ইনডেক্স ডিলেট করতে এক মাসের মতো সময় প্রয়োজন হয়। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় এক মাস দেওয়া হবে না। ফলে ইনডেক্স ডিলেট করার আশায় অনেকের আগের চাকরিটাও যাবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইনডেক্সধারী যদি তাদের ইনডেক্স ডিলেট করতে পারেন তাহলে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না।

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬