চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পদ সংরক্ষিত না রাখার দাবি নিবন্ধনধারীরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কোনো পদ সংরক্ষিত না রাখার দাবি জানিয়েছেন নিবন্ধনধারীরা। এই দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার (১১ ডিসেম্বর) ১-১৬তম নিবন্ধনধারীদের পক্ষে মাজেদুল ইসলাম, নির্মল রয়, দেলোয়ার হোসেন ও ইতি আক্তার এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে তারা জানান, ‘‘তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ১৩তম ব্যাচের প্রায় ২২০০ পদ সরাসরি নিয়োগের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। যার ফলে সদ্য পাসকৃত ১৫তম নিবন্ধিত ব্যাচের কলেজ পর্যায়ে হাতেগোনা কয়েকজন ছাড়া প্রায় ৯৫ ভাগ প্রার্থী এমপিও পদে নিয়োগ পায়নি। যেটা উক্ত ব্যাচের জন্য অত্যন্ত অমানবিক ছিল। এখন আবার ১৬তম ব্যাচের প্রার্থীরা যুক্ত হয়েছে এবং এর সংখ্যাটা ১৫তম উত্তীর্ণ প্রার্থীদের চেয়েও বেশি। সেক্ষেত্রে যদি কোন কারণে আবারো পদ সংরক্ষিত বা ব্লক করা হয় তাহলে ১৫তম ও ১৬তম কলেজ পর্যায়ের প্রার্থীরা অনেক বেশি ক্ষতিগ্রস্থ হবে। একথায়, তারা চাকরি পাবে না।’’

স্মারকলিপিতে তারা আরও জানান, ‘‘আমরা চাই কোন প্রকার পদ ব্লক ব্যতিরেকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হোক এবং এটাই হওয়া উচিত। তাই আসন্ন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে কোনভাবেই যেন পদ ব্লক বা সংরক্ষিত না করা হয় এ নিয়ে আপনার দৃঢ় হস্তক্ষেপ ও উদ্যোগ কামনা করছি।’’

 


সর্বশেষ সংবাদ