১৭তম নিবন্ধনের পরীক্ষা ডিসেম্বরে, অনুমোদন দিলো মন্ত্রণালয়

১৪ নভেম্বর ২০২২, ১০:৩৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

অবশেষে ১৭তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারীদের অপেক্ষার অবসান হলো। এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এর প্রস্তাবনা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার আয়োজনের অনুমোদিত দিলো মন্ত্রণালয়।

গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ সংক্রান্ত সম্মতি দেওয়া হয়। সম্মতিপত্রটি এনটিআরসিএকে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মিজানুর রহমান।

এনটিআরসিএতে পাঠানো চিঠিতে বলা হয়েছে,   আগামী ২৩ ও ২৪  ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের বিষয়ে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের সম্মতি প্রদান করা হলো।

তনে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে এনটিআরসিএ। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দিনে (৩০ ডিসেম্বর) স্কুল ও পরের দিন ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল-২ ও স্কুলপর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা ও ৩১ ডিসেম্বর শনিবার একই সময়ে কলেজপর্যায়ের পরীক্ষা আয়োজন করা হবে।

প্রসঙ্গত,  ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করে। ওই বছরেরই ১৫ ও ১৬ মে এটির প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পর ওই বছরের ২৬ এপ্রিল পরীক্ষা দুটি স্থগিত করা হয়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও পরীক্ষা আয়োজন করা হয়নি। অবশেষে স্থগিত সেই পরীক্ষা আয়োজনের অনুমতি মিলল।

ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুল ছাত্রকে নির্যাতনের মামলায় সেই ব্যবস্থাপক পবিত্র কুমার…
  • ২৩ জানুয়ারি ২০২৬