নতুন নিয়মে অফিস শুরু আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১০:১৯ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২২, ১০:৫৯ AM
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে নতুন নিয়মে অফিস শুরু করেছেন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২২ আগস্ট) সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৪ আগস্ট (বুধবার) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্ধারণ করল- রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
নতুন নিয়মানুযায়ী আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংকখাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা।
অনেক কর্মকর্তারা এই নতুন সময়সূচিতে খুশি হলেও অনেকে মনে করছেন নতুন সময়সূচিতে মানিয়ে নিতে সময় লাগবে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় সূচি করে লোডশেডিং দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।