বিসিএসের ক্যাডার ছেড়ে দুদকের এডিতে যোগদান

দুদকের সহকারী কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. সোহানুর রহমান
দুদকের সহকারী কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. সোহানুর রহমান  © সংগৃহীত

বিসিএস শিক্ষা ক্যাডার ছেড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. সোহানুর রহমান। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হেয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. সোহানুর রহমানের (১৮১৩৬১৩০০০২) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদে চাকরি হয়েছে। সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাঁকে ১৫ জুন থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি হতে স্বেচ্ছায় ইস্তফা প্রদান করা হলো।

আরও পড়ুন: স্নাতক ভর্তিতে সহায়তা দেবে সরকার

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সোহানুর রহমান ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে প্রভাষক (পরিসংখ্যান) হিসেবে কর্মরত ছিলেন।

সোহানুর রহমানের ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, সোহানুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তিনি ৪০তম বিসিএসে কাস্টমসেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।


সর্বশেষ সংবাদ