মগবাজারের রেলক্রসিংয়ে ‘বিলিওনিয়ারের’ সাক্ষাৎ পেলেন আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবর
কণ্ঠশিল্পী আসিফ আকবর  © সংগৃহীত

দেশের বাজারে রেকর্ড ভেঙেছে ডিমের দাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এরই মধ্যে এক ডিম ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

ওই ব্যবসায়ীকে 'বিলিওনিয়ার' আখ্যা দিয়ে তার সঙ্গে ছবি তোলেন আসিফ। পরে সেই ছবি তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেন, ‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। ওনার নাম কাওসার। তার ভ্যানভর্তি মুরগির ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে কোনো প্রহরী নেই, এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম।’

আরও পড়ুনঃ উত্তরায় দুর্ঘটনা: ছেলের বাবার লাশ নিতে মর্গে ৪ স্ত্রী!

তিনি আরও লিখেন, ‘কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বললো স্যার মাস্কটা খোলেন। একটা ফোন নম্বর দিলো, কল দিলাম। বললো, স্যার এটা আমার বউয়ের ইমো নম্বর, ছবিগুলো পাঠায় দিয়েন। যদিও ইমোর আশেপাশে আমি নেই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মতো রমনীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’

আসিফ আকবর লিখেন, ‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও, ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ। শৈশবের খুচরা ধান্দা এখনও মাথায় ঘোরে। একটা ক্রেট ডিম মেরে দেওয়ার ধান্দাও মাথায় ছিল, এখন তো এটা সম্ভব না! ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটা এখন সোনার ডিম হয়ে গেছে, মাত্র পনেরো টাকা। ভাল থাকুক খেটে খাওয়া কাওসারের দল, চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনও এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম…।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence