সড়কে পড়েছিল ভর্তিচ্ছুর রক্তাক্ত মরদেহ

২৪ জুলাই ২০২২, ১২:২৫ PM
মো. তারেক হোসেন

মো. তারেক হোসেন © সংগৃহীত

খাগড়াছড়িতে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের হাতিমুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. তারেক হোসেন (২১)। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের বড় ছেলে। তারেক চলতি বছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন: কত পেলে গুচ্ছে চান্স হবে— যা বলছেন তিন উপাচার্য

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেকের মোটরসাইকেলটি হাতিমুড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার গলা কেটে যায়। তবে কীভাবে দুর্ঘটনা ঘটলো তা কেউ বলতে পারেনি। সড়কের পাশে মোটরসাইকেলসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহি উদ্দিন জানান, ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন ছিল।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধারে হাসপাতালে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬