রেলওয়ের দুর্নীতি নিয়ে আন্দোলনরত রনির ওপর ডিম নিক্ষেপ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৯:১৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২২, ০৯:১৬ PM
রেলওয়ের সীমাহিন দুর্নিীতি নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনির ওপর ডিম নিক্ষেপ করেছেন অজ্ঞাত যুবকেরা। শনিবার (২৩ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে নিলে তার ওপর ডিম নিক্ষেপের এই ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে গেলে রনি ও অন্যান্যদের বাঁধা দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা। এসময় তারা ফটকের সামনে বসেই বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রনিকে লক্ষ্য করে পঁচা ডিম নিক্ষেপ করে কয়েকজন যুবক। ডিম রনির গায়ে না লাগলেও তার দুই সমর্থকের গায়ে লাগে।
আরও পড়ুন: নিপীড়নকারীরা ছাত্রলীগ কর্মী, দাবি তাদের নিজেদেরও
রনির সাথে আন্দোলনে যোগ দেওয়া এক যুবক জানান, আমরা রেলওয়ে স্টেশনের ফটকের সামনে বসে আন্দোলন করছিলাম। এ সময় হঠাৎ করে কয়েকজন যুবক আমাদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ে। প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে।’
জানতে চাইলে মহিউদ্দিন রনি বলেন, যত বাধাই আসুক আমাদের কর্মসূচি চলবে। যতদিন দাবি আদায় না হবে ততদিন এই কর্মসূচি চলবে।