পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার সামনে সড়ক অবরোধ

পিকআপে মোটরসাইকেল তুলে ৪০০ টাকায় পদ্মা সেতু পার হচ্ছেন অনেকে
পিকআপে মোটরসাইকেল তুলে ৪০০ টাকায় পদ্মা সেতু পার হচ্ছেন অনেকে  © টিডিসি ফটো

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে মাওয়া প্রান্তে সড়ক অবরোধ করেছেন চালকেরা। আজ সোমবার সকালে তারা টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারা বাহিনী তাদের সরিয়ে দেয়।

উদ্বোধনের একদিন পরই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর অনেকেই মোটরসাইকেল নিয়ে পার হওয়ার চেষ্টা করেন মোটরসাইকেলচালকেরা। তবে তাদেরকে ফেরিঘাটে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ফেরিও বন্ধ থাকায় তারা ফিরে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর অনেকে পিকআপে মোটরসাইকেল তুলে ৪০০ টাকার বিনিময়ে সেতু পার হচ্ছেন।
 
 
এদিকে রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ