ভোটের লাইনে মারা গেলেন শুকুমার

ভোটের লাইনে মৃত্যু শুকুমারের।
ভোটের লাইনে মৃত্যু শুকুমারের।  © ফাইল ছবি

আজ বুধবার সকালে ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছিলেন শুকুমার সরকার (৬৭)।  কিন্তু ভোট আর দেওয়া হয়নি শুকুমারের। লাইনে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের থলপাড়া পরিবার কল্যাণ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। শুকুমার সরকার বৈলানপুর গ্রামের দীরমনি সরকারের ছেলে।

আরও পড়ুন: আজ কালজয়ী অভিনেত্রী শাবানার জন্মদিন

ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রাজবংশী শুকুমার সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে। তীব্র গরমের জন্য এমনটা হয়েছে বলে অনেকের মতামত।

বিভিন্ন কেন্দ্র সরেজমিনে দেখা যায়, ধীরগতির কারণে বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক ভোটারকে। এজন্য হতাশা প্রকাশ করেছেন অনেকেই।


সর্বশেষ সংবাদ