ভোটের লাইনে মারা গেলেন শুকুমার

১৫ জুন ২০২২, ০১:২৫ PM
ভোটের লাইনে মৃত্যু শুকুমারের।

ভোটের লাইনে মৃত্যু শুকুমারের। © ফাইল ছবি

আজ বুধবার সকালে ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছিলেন শুকুমার সরকার (৬৭)।  কিন্তু ভোট আর দেওয়া হয়নি শুকুমারের। লাইনে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের থলপাড়া পরিবার কল্যাণ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। শুকুমার সরকার বৈলানপুর গ্রামের দীরমনি সরকারের ছেলে।

আরও পড়ুন: আজ কালজয়ী অভিনেত্রী শাবানার জন্মদিন

ওই ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ রাজবংশী শুকুমার সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে। তীব্র গরমের জন্য এমনটা হয়েছে বলে অনেকের মতামত।

বিভিন্ন কেন্দ্র সরেজমিনে দেখা যায়, ধীরগতির কারণে বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক ভোটারকে। এজন্য হতাশা প্রকাশ করেছেন অনেকেই।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬