ধর্ষণের পর বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার (০৭ জুন) সকালে ঝিনাইদহ পৌরসভার পবহাটি এলাকায় ওই স্কুলছাত্রীকে অনশন করতে দেখা যায়। পরে সেখান থেকেও তাড়িয়ে দেয়া হয়।

জানা যায়, ঝিনাইদহ পৌরসভার এলাকার নবম শ্রেণিতে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন উপজেলার জামতলা এলাকার মৃত মসলেম বিশ্বাসের ছেলে পিয়াস বিশ্বাস (২২)।

গত ৪ মাস আগে পিয়াস ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের আশ্বাসে কয়েকবার তাকে ধর্ষণ করে। সবশেষ সোমবার রাত ১১টার দিকে মোবাইলে তাকে ডেকে নিয়ে বাড়ির পাশের মাঠের মধ্যে ধর্ষণ করে। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেলে পিয়াস সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: কেন ভেঙে গিয়েছিল জয়া-ফয়সালের বিয়ে?

পরে বিয়ের দাবিতে মেয়েটি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিয়াসের বাড়িতে অবস্থান নেয়। কিন্তু পিয়াসে স্বজন এ সমস্যার সমাধান না করে সেখান থেকে তাদের তাড়িয়ে দেন।

নির্যাতিত ওই কিশোরী মা বলেন, আমার মেয়েকে পিয়াস বিয়ের কথা বলে দিনের পর দিন ধর্ষণ করেছে। আমি ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence