বক্তব্য রাখছেন আবদুর রহমান © টিডিসি ফটো
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, আজকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকতেন তাহলে এ দেশে করোনা মহামারিতে কেয়ামত হয়ে যেত। কেউ এ দেশকে রক্ষা করতে পারত না। কেবলমাত্র শেখ হাসিনা আমাদের নেতা ছিলেন বলেই এ করোনাকে মোকাবিলা করতে পেরেছেন। আজকে খাদ্যদ্রব্যর দাম নিয়ন্ত্রণে রেখেছেন। আজকে আমি অনেককে বলি আপনারা সরু চাল খান, মোটা চাল খান না। মোটা চালের দাম ৪০ টাকাই আছে। সরু চালের দাম দেড় মাস আগে বেড়েছিল তারপরে আর বাড়ে নাই।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ‘চিরবিস্ময় বঙ্গবন্ধু’ গ্রাফিতি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ঘটনাস্থল কুড়িল: সেই মিম, এই মীম
আব্দুর রহমান বলেন, ‘ফখরুল ইসলাম সাহেব বলেছেন আমরা নাকি পালিয়ে যাবার সময় পাবো না। তিনি বলেছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেবেন না। পালিয়ে যাবার ইতিহাস বাংলাদেশ আওয়ামীলীগের নাই, বাংলাদেশ ছাত্রলীগের নাই। পালিয়ে যাবার ইতিহাস বঙ্গবন্ধুর নাই। আমি ওদেরকে বলি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আজকে বাংলার মানুষের মন থেকে মুছে গেছে। ঐ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে আর কখনই হবে না।
তিনি আরো বলেন, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর বাইরে সংবিধানে আর কোনো জানা নাই। আর কোনো অভিধান নাই। নির্বাচনে আসলে আপনাদের অভিবাদন জানাব। না আসলে কোনো আফসোস থাকবে না। তবে যদি নির্বাচন বন্ধ করার নামে জ্বালাও পোড়াও আসে, এসিড নিক্ষেপ করা হয়। বাসে আগুন দেওয়া হয়। মানুষ পোড়ানো হয়। যে ছাত্রলীগ ৬৯ এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্রলীগ বসে থাকবে না।
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন বলেন, বিশ্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। একজন বিএনপি ব্যবসায়ীও মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকব। একজন সাধারণ ব্যবসায়ী, শ্রমিকও মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভালো থাকব। কারণ বিএনপির আমলে প্রতিদিন কাজ করে ৩ থেকে ৪ কেজি চাল পেতো। আজকে ১০ থেকে ১২ কেজি চাল পায়।
আরও পড়ুন: হল ছাত্রলীগের উদ্যোগে ঢাবিতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ গ্রাফিতি
বাগেরহাট-২ আসনের সংসদসদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেন, আজকে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই অপশক্তি তারা দেশ কীভাবে পিছিয়ে আনা যায় সে সমস্ত রাজনীতি করে। আজকের দিনে আমরা স্বাধীনতার স্বপক্ষে যে শক্তি আছি আমাদের যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। আমরা যেন প্রস্তুত থাকি।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আন নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধন ও সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন রহমান।