সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২০ জন হাসপাতালে

২৫ মার্চ ২০২২, ০৮:২০ AM
হাসপাতালে রোগীরা

হাসপাতালে রোগীরা © সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় সুন্নতে খতনার দাওয়াতের খাবার খেয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত অন্তত ৩০ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর অধিকাংশই শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে সুন্নতে খতনার অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অতিথি একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। পরে সন্ধ্যার দিকে ৪৫-৫০ জনের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এর মধ্যে ৩০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন : ডায়াবেটিসের নতুন কারণ উদঘাটনের দাবি বাংলাদেশি বিজ্ঞানীদের

রইস উদ্দিন নামে এক রোগী জানান, দই খাওয়ার পর থেকে পেটে ব্যথা শুরু হয়। এরপরে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। শারীরিক অবস্থা আরও খারাপ হলে রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। পরে জানতে পারলাম, ওই দাওয়াতের অনুষ্ঠানে যারা দই খেয়েছেন, সবার একই অবস্থা।

চিকিৎসক মো. এমদাদুল হক জানান, বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ৩০ জন রোগী এসেছিলেন। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সবাই বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বন্ধুর পাশে বন্ধুরা: হাসনাত আব্দুল্লাহকে ১৪ লাখ টাকার চেক
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আসিফের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬