কলেজ শেষে ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

১০ মার্চ ২০২২, ০৭:০৬ PM
দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল

দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল © টিডিসি ফটো

কুমিল্লায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় দুই ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিউল ইসলাম (২০) ও সজিব হোসেন (১৯)। রবিউল ইসলাম দেবীদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। সজিব হোসেন উপজেলার বড় আলমপুরে। তারা ‍দুইজন উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী। তারা দুইজন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লামুখী যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাস দেবিদ্বারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রবিউল নিহত হন। অপর আরোহী সজিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে তিনিও প্রাণ হারায়।

আরও পড়ুন: প্রথমে প্রশাসনিক ভবন, পরে ওষুধের দোকানে দুদকের অভিযান

এদিকে ঘটনার পর স্থানীয়রা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক-হেলপার। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। রবিউলের লাশ বাড়িতে পাঠানো হয়েছে আর সজিবের লাশ এখনও হাসপাতালে আছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানা গেছে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬