ভাঙা হেলমেট পরায় ১৫ হাজার টাকার মামলা, রাস্তা অবরোধ
- সিলেট প্রতিনিধি
- প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৪:৩২ PM , আপডেট: ১০ মার্চ ২০২২, ০৪:৩২ PM
সিলেটে ট্রাফিক পুলিশের দ্বারা শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরতদের সাথে একাত্মতা প্রকাশ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকালে সিলেটের এমসি কলেজের এক ছাত্র মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসছিলেন। এসময় তার মাথায় ভাঙা হেলমেট থাকায় ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তাকে ১৫ হাজার টাকার মামলা দেয়। এ মামলা দেওয়ার পর দুপুর দেড়টার দিকে ক্ষোভে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ‘নামাজ না পড়ায়’ ছাত্রকে ছুরিকাঘাত, প্রতিবাদে ভিসি বাসভবনের সামনে অবস্থান
দীর্ঘ দেড় ঘন্টা সড়ক অবরোধের পর বেলা ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেন। পরে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত সিলেট টিলাগড় সড়কের রাস্তার উভয় পাশে প্রায় হাজার খানেক যানবাহন আটকা পড়ে। ট্রাফিক পুলিশের সহায়তায় ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে।