সেই ২৮ নাবিক রোমানিয়ায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৩:০২ PM , আপডেট: ০৯ মার্চ ২০২২, ১১:৫৬ AM
বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা সেই ২৮ নাবিক নিরাপদে ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন।
রোববার (৬ মার্চ) সকালে তারা রোমানিয়াতে পৌঁছান। রোমানিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাজে থাকা ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। এখন তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
জানা গেছে, ইউক্রেন থেকে রওনা হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর তারা নিরাপদে মলদোভা সীমান্তে পৌঁছান। পরে রোমানিয়ার উদ্দেশে রওনা হলে সকালে সেখানে পৌঁছান তারা।
আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
এর আগে, ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত হয় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। বুধবার ইউক্রেনের বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি হামলার শিকার হলে ধরে নিহত হন তিনি।
বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি রাশিয়ার অভিযান শুরুর আগে ইউক্রেইনে গিয়েছিল। ওই জাহাজে ২৯ বাংলাদেশি নাবিক ছিলেন। যুদ্ধ শুরু হলে জাহাজটি ওই বন্দরে আটকা পড়ে।