চীন ফেরত বাংলাদেশী শিক্ষার্থীদের মানববন্ধন কাল

ফাইল ছবি
ফাইল ছবি  © সংগৃহীত


চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদেরকে অবিলম্বে প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে চীন ফেরত শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষার্থীরা।

করোনভাইরাস মহামারী আকার ধারন করলে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ফেরত পাঠায় চীন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সবদেশের শিক্ষার্থীরা চীনে ফেরত যায়। কিন্তু বাংলাদেশী শিক্ষার্থীদেরকে প্রত্যাবাসন করেনি দেশটি। এতে করে শিক্ষার্থীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের নিরবতায় হতাশ তারা। এ নিয়ে চীন ফেরত বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন: জেনে নিন ৪০ বছর বয়সী ‘মেম লর্ড’ ওসিতার নানা অজানা

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, প্রায় পাঁচ হাজার বাংলাদেশী শিক্ষার্থী চীনে পড়াশোনা করে। দুঃখের বিষয়, করোনা ভাইরাস সংকটের কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরত নেওয়া হয়নি। যে কারণে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।

করোনাভাইরাস সংকট স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বের প্রায় সব দেশে যেতে পারলেও প্রায় দুই বছর ধরে চীন সরকার অন্যায়ভাবে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে চীনে প্রবেশ করতে দিচ্ছে না, যা কূটনীতির চরম লঙ্ঘন। শিষ্টাচার এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা আমাদের হতাশ করেছে।

চীনে অধ্যয়নরত ৫,০০০ বাংলাদেশী শিক্ষার্থীকে অবিলম্বে প্রত্যাবাসনের দাবিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিয়ে আমরা আগামী কাল বুধবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করব।


সর্বশেষ সংবাদ