বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালেন স্কুল ছাত্র

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ PM
নিহত নয়ন

নিহত নয়ন © সংগৃহীত

নীলফামারীতে মোটর সাইকেলের সাথে অটোবাইকের সংঘর্ষে নয়ন রায় নামের এক স্কুলছাত্র মারা গেছেন । সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরেক মোটর সাইকেল আরোহী সোহেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোবাইকটিকে আটক করা গেলেও চালককে আটক সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত নয়ন পুলিশ লাইন্স একাডেমির দশম শ্রেণির ছাত্র। সে খোকশাবাড়ী ইউনিয়নের ধুলিয়া গ্রামের মাধব রায়ের ছেলে। অন্যদিকে আহত সোহেল রানা পূর্ব কুখাপাড়ার জিল্লুর রহমানের ছেলে।

আরও পড়ুন: শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেত্রী

জানা গেছে, নয়ন ও সোহেল দুই বন্ধু সকালে বেপরোয়া গতিতে মোটর সাইকেলযোগে সৈয়দপুরের দিকে যাচ্ছিল তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান নয়ন। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, অটোবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬