২০ জনের প্রাথমিক তালিকা সার্চ কমিটির, চূড়ান্ত হবে ১০ জনের

সার্চ কমিটির বৈঠক
সার্চ কমিটির বৈঠক  © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে পঞ্চম বৈঠকে বসেছিলো সার্চ কমিটি। এই বৈঠকে নির্বাচন কমিশনের জন্য ২০ জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আরও পড়ুন: হিজাব পরার পক্ষে বিক্ষোভ করায় কর্ণাটকের ৫৮ ছাত্রী বহিষ্কার, মামলা

এর আগে গত বুধবার বৈঠকে বসেছিল সার্চ কমিটি। সার্চ কমিটি গঠনের ১২ দিনে নিজেরা চার দফা বৈঠক করেছেন আর বিশিষ্টজনদের নিয়ে চার দফা বসেছেন।

ইতিমধ্যে ৩১৬ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। সূত্রে জানা গেছে, এই তালিকা কাটছাঁট করে ৫০ জনে নামিয়ে আনা হয়েছে। এখন সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। 

ছয় সদস্যের সার্চ কমিটির পরবর্তী সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা। ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাঁদের ওপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence