এসএসসি পাস করলেন বাবা, ছেলে দশম শ্রেণির ছাত্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৯ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১১ PM
ছেলে পড়ালেখা করছে দশম শ্রেণিতে আর বাবা দিলেন এসএসসি পরীক্ষা। আব্দুল হান্নান ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে।
জানা গেছে, মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর তাঁকে শুভেচ্ছা জানান স্বজন ও এলাকাবাসী।
মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি স্থানীয় বিনোদপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আব্দুল হান্নান বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে। তাই আমি গত ২০১৮ সালে তেলকুপি জামিলা স্বরণি ভকেশনাল ইনস্টিটিউট স্কুলে ভর্তি হই। কিন্তু ২০২০ সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার করণে তা দেওয়া হয়নি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছি।’
হান্নান আরও বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে।’
হান্নানের ছেলে মো. জাহিদ হাসান জনি বলেন, ‘আমার আব্বা এবার পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমি সামনের বছর এসএসসি পরীক্ষা দিয়ে আব্বার থেকে ভালো রেজাল্ট করব।’