মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস, ৩০ মিনিট পরই ছেলের মৃত্যু

৩১ জানুয়ারি ২০২২, ১০:১০ PM
মুজাহিদুল ইসলাম সজিব

মুজাহিদুল ইসলাম সজিব © সংগৃহীত

মাকে নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিটের পরই মুজাহিদুল ইসলাম সজিব নামে এক পোশাক কারখানার কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। 

গাজীপুর এলাকার কর্মস্থল ইসলাম গ্রুপের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন সজীব। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু আবদুর রশীদ মিয়ার ছোট ছেলে।

ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) এর ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ জানান, ডেস্কে কাজ করার একপর্যায়ে বেলা তিনটার দিকে ওয়াশরুমে গিয়ে হাতমুখ ধুয়ে ফেরেন সজীব। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের মধ্যেই নামাজের স্থানে নিয়ে শোয়ানো হয়। অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সজীব তার নিজের ফেসবুক আইডিতে তার মাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছিল তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো- “দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যত কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেওয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে। 

নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।”

এদিকে, সজীবের মৃত্যু সংবাদ তার বাড়ি বরগুনার পাথরঘাটায় ছড়িয়ে পরলে তার পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সজীব গত রবিবার (২৩ জানুয়ারি) পাথরঘাটা থেকে অফিশিয়াল ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যায়।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
 পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৫০, আবেদন এসএসসি পাসেই
  • ২৬ জানুয়ারি ২০২৬