সংসদে ইউটিউব বন্ধের দাবি

১৭ জানুয়ারি ২০২২, ০৩:০৩ PM
সংসদে ইউটিউব বন্ধের দাবি

সংসদে ইউটিউব বন্ধের দাবি © টিডিসি ফটো

সংসদে ইউটিউব বন্ধের দাবি জানিয়েছেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আহমেদ। আজ সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি দাবি জানান। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

ইউটিউবে বিভিন্ন ধরনের অপপ্রচার হয় অভিযোগ করে সংসদ সদস্য বলেন, ইউটিউবের বিভিন্ন ভিডিও মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইউটিউব খুললে চোখে পড়ে উদ্ভট সব ভিডিও। খালেদা জিয়া মরে যাচ্ছেন, শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন, আবার দেখি সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এই যে অপপ্রচার-প্রপাগাণ্ডা ইউটিউবে আমরা দেখি। এগুলো কোত্থেকে আসছে? এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতায় নেই- এই যে কথাগুলো বলা হয় আমরা স্তম্ভিত হয়ে যাই। গ্রামের মানুষগুলো এসব দেখে ভাবেন না জানি বাংলাদেশে কী হচ্ছে! তথ্য মন্ত্রণালয়কে বলবো দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন।

আরও পড়ুন- ভিসিকে অবাঞ্চিত ঘোষণা, রাষ্ট্রপতিকে চিঠি 

এছাড়া বিএনপি দলীয় এই সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী সরকারের তিনবছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। সেখানে সুস্পষ্ট বলেছিলেন দুর্নীতিবাজ যে হোক ছাড় দেওয়া হবে না। এটা সুনির্দিষ্টভাবে বলেছিলেন। দুর্নীতির সংজ্ঞা হচ্ছে অসদুপায় অবলম্বন করা। আপনি অসাদুপায় অবলম্বন করে নির্বাচন করেন। অসাদুপায় অবলম্বন করে নিয়োগ পান, ভর্তি হোন কিংবা যেকোন জায়গায় কর্ম বাস্তবায়ন করেন। এটা আমাদের ইসলামেও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন- ভর্তির আগেই সেশনজটে গুচ্ছের শিক্ষার্থীরা

এই সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। হারুন সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, এত অধৈর্য হয়েন না প্লিজ। এত অধৈর্য হচ্ছেন কেন? যা সত্য, তা বলার অন্তত সুযোগ স্পিকার আমাকে দিয়েছেন। উত্তেজনা সৃষ্টি হলে এইসময় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ন গ্রুপ, আবেদন শেষ ৫ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লকড
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬