টিকা নিয়ে ফেরার পথে প্রাণ গেলো ৯ম শ্রেণির ছাত্রীর

প্রতীকী
প্রতীকী  © ছবি

ময়মনসিংহের নান্দাইলে করোনার টিকা নিয়ে ফেরার পথে পিকআপ চাপায় রাজিয়া সুলতানা বন্যা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সদরের নরসুন্দা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা বন্যা নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম বাজারের ফল ব্যবসায়ী মো. খুররম মিয়ার মেয়ে।

আরও পড়ুন: এইচএসসির ১৮৯ উত্তরপত্র উধাও: অধ্যক্ষসহ ২ শিক্ষক বরখাস্ত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের রাজিয়া সুলতানা বন্যা সহপাঠীদের সঙ্গে করোনার টিকা নিতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে টিকা নিয়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নরসুন্দা ব্রিজের ওপর আসতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় বন্যা। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence