এ মাসেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © সংগৃহীত

চলতি মাসেই নির্দিষ্ট বয়সের লোকজনকে বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ  সোমবার (১২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। 

এসময় তিনি আরও বলেন, করোনাভাইরাস নিয়ে কাজ করা সরকারি তথ্যভাণ্ডার সুরক্ষা অ্যাপসে বুস্টার ডোজ নিয়ে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে।ষাটোর্ধ্ব ব্যক্তি, সম্মুখসারির (ফ্রন্টলাইনার) করোনা যোদ্ধাদের এখন বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।  

আরও পড়ুন- এইচএসসির ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।  এ মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।  হাতে আছে প্রায় চার কোটি টিকা। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে।  

শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে আমরা তেমন অগ্রগতি দেখাতে পারিনি।  কারণ স্কুল-শিক্ষার্থীদের ফাইজারের টিকা দিতে হচ্ছে।  দেশের সব কর্নারে তো সেভাবে কোল্ড চেইন নেই।  কাজেই যে কয়েকটি জায়গায় আছে, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা করছি।  এটা যাতে আরও বাড়ে, গতি যেন আনতে পারি, সে জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে গতি বাড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুন- মাসুদ রানা সিরিজের স্বত্ত্ব আব্দুল হাকিমের, আনোয়ারের নয়

এদিকে ওমিক্রণ শনাক্ত দুই নারী ক্রিকেট সদস্য সুস্থ আছনে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আশা করি দ্রুত সেরে উঠবেন তারা।

বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ ভয়ংকর হয়ে উঠছে। করোনার চেয়ে বেশ শক্তিশালী এই ভ্যারিয়েন্ট ছড়ায়ও দ্রুত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence