পরীক্ষায় নম্বর পেতে নয়, মানুষ হওয়ার জন্য শিখতে হবে: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা কতকিছু শিখি কিন্তু তা প্রয়োগ করতে শিখি না। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না বরং যা শিখবো, মানুষ হওয়ার জন্য শিখবো, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।
শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মুখস্থনির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী হতে হবে।
পড়ুন: পড়ালেখার মধ্যে আনন্দ নিয়ে আসাই আমাদের লক্ষ্য
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করার সুযোগ দিতে হবে। পড়াশোনাটা যেন কষ্টকর দিক না হয়, শিক্ষার্থীরা যেন উৎসাহর সঙ্গে গ্রহণ করে। এসব বিষয় নতুন শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
পড়ুন: শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, সরকার অনেকগুলো জাতীয় লক্ষ্য হাতে নিয়েছে। শিক্ষাই কিন্তু মূল হাতিয়ার জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যসমূহ বাস্তবায়নে। আমরা বলছি চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে। আসলে কড়া নাড়ছে না দরজা ভেঙে ভেতরে আসার মতো অবস্থা।
পড়ুন: পাঠ্যবইয়ে ভুল থাকলে নতুন কারিকুলামে সংশোধন করা হবে
‘‘সেখানে আমরা প্রস্তুত কি না। আমরা তো আসলেই সেভাবে প্রস্তুত নই এখনো। আর এই প্রস্তুতি নিতেও হাতিয়ার শিক্ষা।’’
দেশের অগ্রযাত্রায় শিক্ষকদের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের শিক্ষকদের জন্য যে স্থানটা দরকার তা দিতে হবে। যতবেশি বরাদ্দ দরকার তা দিতে হবে। অন্য সবকিছুর আগে আমার শিক্ষার বরাদ্দ, সবার আগে আমার শিক্ষকের সম্মান। আর এক্ষেত্রে একাডেমিক সুপারভাইজারদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
জাতীয় থেকে আরও পড়ুন